কফিনবন্দী দেহ ফিরলো সালারের হাট পিলখুন্ডি গ্রামে, গান স্যালুটে শেষ বিদায়।
পাঞ্জাবে কর্তব্যরত অবস্থায় শহিদ হলেন মুর্শিদাবাদের সালার থানার হাট পিলখুন্ডি গ্রামের বীরপুত্র বরুণ কুন্ডু। অবসরের মাত্র এক মাস আগে তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
আজ ভোরে কফিনবন্দী দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন ও প্রতিবেশীরা। ভারতীয় সেনার আধিকারিকরা গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান এই বীরযোদ্ধাকে।
গ্রামের মানুষ বলছেন— বরুণ আজ ইতিহাস লিখে গেলেন; “দেশের জন্য প্রাণ বিসর্জনই সর্বোচ্চ ত্যাগ।”