উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাকে লখনৌতে সংবর্ধনা দিলেন।

GramBarta Plus
By -
0
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাকে লখনৌতে সংবর্ধনা দিলেন।

রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। মহাকাশযাত্রা সফলভাবে শেষ করে নিজ শহরে ফিরে আসার পরেই তাঁকে ঘিরে উৎসবের আমেজ দেখা যায়।

শুভাংশু শুক্লা সম্প্রতি Axiom4 মহাকাশ মিশন সফলভাবে সম্পূর্ণ করে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর এই সাফল্যে গর্বিত সমগ্র উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুভাংশুকে সম্মাননা প্রদান করে বলেন, “শুভাংশুর এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ প্রজন্মকে মহাকাশ গবেষণা ও বিজ্ঞানের পথে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্য মন্ত্রী, বিজ্ঞানী, গবেষক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। সকলের মধ্যে এক বিশেষ গর্ব ও আবেগের আবহ তৈরি হয় শুভাংশুর এই কৃতিত্বকে ঘিরে।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!