এ জীবন ক্ষুদ্র, পরজন্মেও ওকে কল্পনা করি" — প্রিয়ঙ্কাকে নিয়ে আবেগপ্রবণ নিক, মুগ্ধ অনুরাগীরা

GramBarta Plus
By -
0
এ জীবন ক্ষুদ্র, পরজন্মেও ওকে কল্পনা করি" — প্রিয়ঙ্কাকে নিয়ে আবেগপ্রবণ নিক, মুগ্ধ অনুরাগীরা
বলিউড-হলিউডের অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। বয়সের ব্যবধান নিয়ে চর্চা চললেও, তাঁদের প্রেম কিন্তু নিখাদ, গভীর, আর নিঃস্বার্থ। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়ঙ্কার প্রতি নিজের অগাধ প্রেম ও শ্রদ্ধার কথা জানিয়ে আবেগে ভাসালেন মার্কিন পপ তারকা নিক জোনাস।

নিক বলেন,
"এই জীবনটা খুব ছোট মনে হয়। পরজন্মেও আমি প্রিয়ঙ্কাকেই কল্পনা করি আমার সঙ্গিনী হিসেবে।"

প্রিয়ঙ্কাও জানান,
"আমি গতজন্মে বিশ্বাস করি। এবং বিশ্বাস করি, আগামী জন্মগুলোতেও নিককে আমার পাশে পাব। এই ভাবনা আমাকে শান্তি দেয়।"

এই বক্তব্য শুনে অনুরাগীরা অভিভূত। কেউ লিখেছেন,
"নিকের মতো স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার!"
আবার কেউ বলেছেন,
"পরজন্মেও প্রিয়ঙ্কার সঙ্গ চাওয়া — এর চেয়ে গভীর প্রেম আর কী হতে পারে?"

প্রিয়ঙ্কাকে "সন্ন্যাসিনী" বলেছিলেন নিক!

এটাই প্রথম নয়, কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে নিক কন্যা মালতী মেরির সামনে প্রিয়ঙ্কাকে ‘সন্ন্যাসিনী’ বলে উল্লেখ করেছিলেন। নিকের কথায়,
"তোমার মা কখনও খারাপ কিছু করেনি। সে সবার মধ্যে সেরা। ওর জন্যই আমি একজন ভাল বাবা হয়ে উঠেছি।"

নিক আরও বলেন,
"স্ত্রী হিসেবে শুধু নয়, প্রিয়ঙ্কা আমার জীবনের প্রেরণা। ওর মতো গুণী মানুষের পাশে হাঁটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।"

প্রেম, সম্মান আর গভীর বন্ধনে বাঁধা

প্রিয়ঙ্কা-নিক জুটি প্রমাণ করছেন, বয়স কোনো বাধা নয় — সম্পর্ক টিকে থাকে একে-অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে। তাঁদের এই অটুট বন্ধন বলছে— সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরোতে পারে।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!