বিতর্ক যেন ছাড়ছেই না কঙ্গনা রানাউতের পিছু। ফের একবার আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী তথা বর্তমান সাংসদ। ২০২০-২১ সালের কৃষক আন্দোলন ঘিরে করা বিতর্কিত মন্তব্যের কারণে মানহানির মামলায় পঞ্জাবের আদালতে হাজিরা দিতে হবে তাঁকে।
ঘটনার সূত্রপাত ২০২২ সালে। কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় ৭৩ বছরের এক প্রবীণ কৃষক মহিলা মহিন্দর কৌর-এর ছবি ভাগ করে তাঁকে শাহিনবাগ আন্দোলনের বিলকিস বানোর সঙ্গে গুলিয়ে দেন। এমনকি দাবি করেন, ‘‘এমন মানুষদের ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।’’ এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়, এবং পঞ্জাবের ভটিন্ডা জেলার বাসিন্দা মহিন্দর কৌর কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
পরে ওই মামলায় সমন জারি করে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কঙ্গনাকে। সেই নির্দেশ থেকে অব্যাহতি চেয়ে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে আবেদন করেন তিনি। কিন্তু শুক্রবার হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কঙ্গনার বিরুদ্ধে আনা অভিযোগগুলি যথেষ্ট গুরুতর এবং সেগুলি খণ্ডনযোগ্য নয়। ফলে এবার পঞ্জাবের স্থানীয় আদালতেই হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।
রাজনীতিতে কঙ্গনা, তবুও বিতর্ক ছাড়ছে না
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন কঙ্গনা রানাউত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি যেভাবে ভেবেছিলাম, সেভাবে রাজনীতি উপভোগ করছি না।”
বিতর্কে থাকা যেন অভ্যেস
বলিউডে কঙ্গনা নিজের স্পষ্টভাষী মনোভাবের জন্য পরিচিত হলেও, প্রায়শই তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন। এবার সেই বিতর্ক পৌঁছাল আদালতের চৌকাঠে। এখন দেখার, বিচারব্যবস্থা কী সিদ্ধান্ত নেয় কঙ্গনার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগে।