এসএসসি-র বিতর্কিত ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে আগামী সপ্তাহেই। সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামী ৪ অগস্ট থেকে ৮ অগস্ট পর্যন্ত এই মামলার রিভিউ পিটিশনগুলির শুনানি চলবে বিচারপতিদের চেম্বারে। শুক্রবার আদালতের সহকারী রেজিস্ট্রার সংশ্লিষ্ট পক্ষগুলিকে শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।
এই শুনানাগুলিতে রাজ্য সরকারের পক্ষ থেকে দায়ের করা একাধিক রিভিউ আবেদন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ২০১৬ সালের এসএসসি নিয়োগ সংক্রান্ত সেই মামলার রিভিউ পিটিশন, যেখানে শীর্ষ আদালত ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল।
কী বলেছিল সুপ্রিম কোর্ট?
গত ৩ এপ্রিল, প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায়ে জানায়—
২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম হয়েছে।
সারা প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় আদালত।
যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে এসএসসি-র মাধ্যমে স্কুলের চাকরিতে এসেছিলেন, তাঁদের ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হয়।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়।
আগের চাকরিপ্রাপ্তরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে ফের আবেদন করতে পারবেন।
এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে রাজ্য সরকার ও এসএসসি কর্তৃপক্ষ পৃথকভাবে রিভিউ পিটিশন দায়ের করেছিল। এতদিন সেই মামলাগুলি শুনানির অপেক্ষায় ছিল।
কী হতে পারে সামনে?
আগামী সপ্তাহে শুনানির পরে সুপ্রিম কোর্ট যদি আগের রায় বহাল রাখে, তাহলে চাকরি হারানো প্রার্থীদের সামনে আবার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার লড়াই শুরু হবে। তবে রিভিউ পিটিশনে যদি আদালত নরম হয়, তাহলে নির্দিষ্ট কিছু নিরীক্ষা বা স্ক্রুটিনির মাধ্যমে কিছু চাকরি পুনর্বহালের সম্ভাবনাও তৈরি হতে পারে।
আগামী সপ্তাহের শুনানি তাই এই মামলা ঘিরে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যতের নির্ণায়ক হয়ে উঠতে চলেছে।