উত্তরপ্রদেশের মেরঠ জেলার বহসুমা থানা এলাকায় ডাকাতির ঘটনায় গাফিলতির অভিযোগে স্টেশন অফিসার ইন্দু কুমারীকে লাইন হাজিরে পাঠালেন এসএসপি ড. বিপিন তাড়া। অভিযোগ, ডাকাতরা বাড়িতে ঢুকে এক মহিলাকে বেঁধে রেখে প্রায় ৯০ হাজার টাকা নগদ ও গয়না লুট করলেও তিনি ঘটনাস্থলে যাননি এবং মামলাটি চুরি হিসেবে নথিভুক্ত করেন।
ঘটনাটি রবিবার গভীর রাতে আসসা গ্রামে ঘটে। কাঠ ঠিকাদার কিলো সিং বাইরে গেলে দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে বেঁধে সিন্দুক ভেঙে লুট চালায়। গ্রামবাসীরা চিৎকার শুনে পৌঁছন এবং পুলিশকে খবর দেন।
এসএসপির জিজ্ঞাসায় ইন্দু কুমারী জানান, সরকারি গাড়ি না থাকায় রাত ৩টেয় স্কুটিতে এত দূরে যাওয়া সম্ভব ছিল না। তবে তদন্তে প্রমাণ মেলে এটি ডাকাতি। গাফিলতির দায় স্বীকার করেছেন ইন্দু কুমারী। ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।
Follow the GramBartaPlus channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbAvV5JFnSzD3zBZ423L