তমলুকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, উত্তেজনায় থমথমে স্কুলপ্রাঙ্গণ

GramBarta Plus
By -
0


পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি হাইস্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রী গুরুতর যৌন হেনস্থার অভিযোগ এনেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রীদের একা ডেকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন, কোলে বসাতেন এবং কুপ্রস্তাব দিতেন।

কয়েক মাস ধরে চলা এই ঘটনার কথা সম্প্রতি সাহস সঞ্চয় করে পরিবারকে জানায় কয়েকজন ছাত্রী। এরপর সোমবার সকালে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের জবাব দাবি করেন। অভিযুক্ত সন্তোষজনক উত্তর না দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে তাকে টেনে বাইরে এনে মাটিতে বসিয়ে বিক্ষোভ দেখান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভ থামেনি। অভিযোগ, পুলিশের সামনেই অভিযুক্তকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যেতে চাইলে ছাত্রছাত্রীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে। টানটান উত্তেজনার মধ্যে প্রায় এক ঘণ্টা পর তাকে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়।

এক নবম শ্রেণির ছাত্রী জানায়, “স্যার কোনও অজুহাতে ডেকে গায়ে হাত দেয়, বাজে কথা বলে, আলাদা দেখা করার জন্য চাপ দেয়।” ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অভিযোগ করে, “স্যার মেয়েদের কাছে ডাকে, কোলে বসায়, উল্টোপাল্টা জায়গায় হাত দেয়। এতদিন ভয় পেয়ে কিছু বলিনি।”

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক কেবল বলেন, “আমার কিছু বলার নেই।”

Follow the GramBartaPlus channel on WhatsApp: [https://whatsapp.com/channel/0029VbAvV5JFnSzD


Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!