বিড়ি শিল্পে ৪০% জিএসটি সিদ্ধান্তে অরঙ্গাবাদে উত্তাল পরিবেশ, মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠক

GramBarta Plus
By -
0
কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিড়ি শিল্পে জিএসটি ২৮% থেকে বাড়িয়ে ৪০% করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সোমবার অরঙ্গাবাদে বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন—

জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ খলিলুর রহমান,
জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি ও বিধায়ক আমিরুল ইসলাম,

সুতির বিধায়ক ঈমানী বিশ্বাস,

দক্ষিণ মালদার সাংসদ ঈশা খাঁন চৌধুরী,

অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজু জৈন,
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিড়ি কোম্পানির প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব।

বক্তাদের অভিযোগ, এই কর বৃদ্ধি প্রায় ৬ কোটি শ্রমিক ও তাদের পরিবারের জীবনে ভয়াবহ সংকট ডেকে আনবে। ইতিমধ্যেই কাঁচামালের দাম বৃদ্ধি এবং বাজারে প্রতিযোগিতার কারণে ছোট-বড় কোম্পানিগুলি সমস্যার মুখে পড়েছে। তার ওপর অতিরিক্ত জিএসটি চাপালে গোটা শিল্পই বিপর্যস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে— এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

✍️ রিপোর্ট: গ্রামবার্তা প্লাস
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!