এই সফরে সেনাপ্রধানকে একাডেমির ভূমিকা সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয়—যেখানে নবীন ক্যাডেটদের অফিসার হিসেবে নেতৃত্বদানের জন্য প্রস্তুত করা হয়।
একাডেমির অধ্যাপক ও প্রশিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় জেনারেল দ্বিবেদী তাঁদের নিষ্ঠা ও প্রশিক্ষণের উৎকৃষ্ট মানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি তাঁদেরকে দেশসেবার লক্ষ্যে আরও উৎকর্ষ সাধনের আহ্বান জানান।
এছাড়াও সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন যে, শেরশেল একাডেমি এবং ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সর্বোত্তম প্রশিক্ষণ প্রক্রিয়ার আদান-প্রদান আরও জোরদার হবে।
Follow the GramBartaPlus channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbAvV5JFnSzD3zBZ423L