জম্মু ও পাঠানকোটে বন্যা ত্রাণে ভারতীয় সেনার তৎপরতা

GramBarta Plus
By -
0
Jammu এবং Pathankot অঞ্চলে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা অভিযানে (HADR) ভারতীয় সেনা মোতায়েন করেছে ১৩টি ফ্লাড রিলিফ ও রেসকিউ কলাম। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সেনারা দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় জীবন রক্ষায় নিরলস কাজ করে চলেছেন।

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এই HADR কলামগুলির অক্লান্ত প্রচেষ্টায় এখন পর্যন্ত নিরাপদে সরিয়ে আনা হয়েছে ৬৩৫ জন নাগরিককে। এর মধ্যে রয়েছেন ১২ জন #BSF এবং ২২ জন CRPF কর্মীও।

এই সংকটের সময় সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সেনা সর্বতোভাবে সহায়তা ও প্রয়োজনীয় সাহায্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Follow the GramBartaPlus channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbAvV5JFnSzD3zBZ423L
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!