কিয়ারা আদভানির ‘War 2’ ট্রেলারে হট লুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিকিনি অবতার!

GramBarta Plus
By -
0

‘War 2’-এর বহু প্রতীক্ষিত ট্রেলারে ফের আগুন লাগালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সদ্য মা হতে চলা কিয়ারা তাঁর নজরকাড়া বিকিনি লুকে ইন্টারনেট কার্যত ঝলসে দিলেন। এর আগেও টিজারে তাঁর ঝলক দেখা গিয়েছিল, তবে সম্পূর্ণ রূপে কিয়ারার এই রূপে ধরা পড়া ট্রেলারে প্রথম।

শুক্রবার মুক্তি পায় ‘War 2’-এর ট্রেলার। সেখানে এক ঝলকে কিয়ারাকে দেখা যায় সোনালি রঙের বিকিনি পরে সমুদ্র সৈকতে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে। তাঁর এই হট ও গ্ল্যামারাস লুক মন জয় করে নিয়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিয়ারার এই ঝলক।

ভক্তরা কিয়ারার এই "too hot to handle" লুকের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে তাঁর স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, "Breathtaking!", "She stole the show!"। কিয়ারার এই নতুন রূপ অনুরাগীদের কাছে সত্যিই এক চমকপ্রদ উপহার হয়ে উঠেছে।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!