বাংলাদেশি মডেলের আধার কার্ডে বর্ধমানের ঠিকানা! তদন্তে নেমেছে জেলা পুলিশ।

GramBarta Plus
By -
0
আধার কার্ডে বর্ধমানের ঠিকানা, অথচ মডেল বাংলাদেশি! এই বিস্ময়কর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে। শান্তা পাল নামে ওই বাংলাদেশি মডেলের আধার কার্ডে বড়শুলের রজডাঙা এলাকার ঠিকানা থাকলেও, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন—এই নামে কেউ সেখানে থাকেন না। এমনকি, পঞ্চায়েত সদস্য অরুণ গোলদারের কথায়, শান্তা পাল বা তাঁর বাবার নাম ভোটার তালিকাতেও নেই।

সূত্রের খবর, লালবাজারের গুণ্ডাদমন শাখা শান্তা পালের খোঁজে কলকাতার একটি ফ্ল্যাটে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বাংলাদেশের বেশ কিছু নথি ও একটি পশ্চিমবঙ্গের আধার কার্ড উদ্ধার হয়। সন্দেহের তালিকায় উঠে এসেছে জাল আধার কার্ড তৈরির চক্র।

পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরেই একটি চক্র ভুয়া পরিচয়পত্র বানিয়ে মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করছিল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের দাবি, আউশগ্রাম, নাদনঘাট-সহ একাধিক এলাকায় এই চক্রের গতিবিধি আগেও নজরে এসেছিল। এমনকি, নদীয়া ও মুর্শিদাবাদেও এই চক্রের শাখা-প্রশাখা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে একজন বাংলাদেশি মডেল রজডাঙা এলাকার ঠিকানায় আধার কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। মডেলকে জেরা করে পুরো চক্রের মূল হোতাদের খোঁজে নামা হয়েছে। পুলিশের বক্তব্য, প্রাথমিক তথ্য বলছে, এই ঘটনার পেছনে রয়েছে একটি শক্তিশালী জাল নেটওয়ার্ক।



Follow the GramBartaPlus channel on WhatsApp:


Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!