রাশিয়ার তেল কেনা, ধীরগতিতে আলোচনার অভিযোগ’

GramBarta Plus
By -
0
ভারতের উপর ট্রাম্প প্রশাসনের রোষ, ২৫% শুল্ক আরোপ—‘রাশিয়ার তেল কেনা, ধীরগতিতে আলোচনার অভিযোগ’
বিস্তারিত:
ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ট্রেড টিম। বুধবার (৩০ জুলাই) ট্রাম্প ঘোষণা করেন, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এর পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনা এবং ‘অতি উচ্চ’ ট্যারিফ ও কঠিন বাণিজ্যিক শর্ত নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন।

ট্রাম্প তাঁর Truth Social পোস্টে লেখেন, “ভারত আমাদের বন্ধু হলেও তাদের ট্যারিফ বিশ্বে অন্যতম উচ্চ। ব্যবসায় বাধা সৃষ্টি করে এমন কঠিন নিয়ম-কানুন তারা চালু রেখেছে। তাছাড়া, ভারত রাশিয়ার সামরিক সরঞ্জাম ও জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা, যখন গোটা বিশ্ব চায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাক। এ সব কারণে ভারতকে ২৫% শুল্ক দিতে হবে, সঙ্গে অতিরিক্ত জরিমানাও।”

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বৃহস্পতিবার (৩১ জুলাই) CNBC-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমাদের ট্রেড টিম ভারতের প্রতি কিছুটা হতাশ। ওরা আলোচনায় এলেও অনেক বিষয় ধীরগতিতে চলছে। উপরন্তু, ভারত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার তেল কিনছে এবং পরে তা রিফাইন করে বিক্রি করছে। এতে তারা কোনওভাবে ‘গ্লোবাল অ্যাক্টর’ হিসেবে ভালো ভূমিকা রাখছে না।”

বেসেন্ট আরও জানান, চীনের সঙ্গে একটি সম্ভাব্য ট্রেড ডিলের পথে হাঁটছে আমেরিকা। “চীন ও আমেরিকার মধ্যে কয়েকটি টেকনিক্যাল দিক মিটলেই চুক্তি হয়ে যাবে,” বলে আশাবাদী তিনি।

ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তাই শুল্ক আর জরিমানার মাধ্যমেই তাদের বার্তা দেওয়া জরুরি হয়ে পড়েছে।”
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!