২১ জুলাই শহিদ দিবস: মিছিল ও যানজট নিয়ে কড়া বার্তা হাইকোর্টের।

GramBarta Plus
By -
0
২১ জুলাই শহিদ দিবস: মিছিল ও যানজট নিয়ে কড়া বার্তা হাইকোর্টের
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে শহরে মিছিল ও জমায়েত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, সকাল ৮টার আগে সমস্ত মিছিল সভাস্থলে পৌঁছতে হবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরে কোনও ধরনের মিছিল বা জমায়েত করা যাবে না।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বাধীন একক বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্ট এবং উত্তর কলকাতার পাঁচ কিলোমিটারের মধ্যে যানজট সহ্য করা হবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, শহরের স্বাভাবিক পরিবহন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে।

বামপন্থী আইনজীবীদের সংগঠন জনজীবনে সম্ভাব্য প্রভাব নিয়ে আদালতের দ্বারস্থ হলে, আদালত কড়া পর্যবেক্ষণ দেয়। বিচারপতি প্রশ্ন তোলেন – “জনগণ কতক্ষণ সহ্য করবে?”

অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, সভার সব অনুমতি নিয়ম মেনেই নেওয়া হয়েছে, এবং অতীতে এমন কোনও দিন ঘটেনি যেখানে সাধারণ মানুষ আহত হয়েছেন বা যাতায়াতে সমস্যা হয়েছে। কিন্তু আদালত সেই যুক্তিতে সন্তুষ্ট নয়।

বিচারপতি আরও বলেন, “১০ লক্ষ মানুষের জমায়েত হলে শহরের ট্রাফিক ব্যবস্থায় কী প্রভাব পড়বে, সেটাও দেখতে হবে।” আদালত সভা বন্ধের পক্ষে নয়, তবে নাগরিকদের যাতায়াতে সমস্যা যেন না হয় তা নিশ্চিত করতে হবে।

পুলিশের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে—যেখানে ছোট মিছিলে অনুমতি দেওয়া হয় না, সেখানে লক্ষাধিক মানুষের জমায়েতে অনুমতি কীভাবে দেওয়া হয়, সেই প্রশ্নও উঠেছে।

এই নির্দেশের বিরুদ্ধে তৃণমূল বা রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করতে পারে বলে সূত্রের খবর।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!