সন্দেশখালিতে গেস্ট হাউস থেকে উদ্ধার প্রায় ১০ কোটি টাকার জাল নোট, গ্রেফতার ২
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালিতে এক গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জালনোট। স্থানীয়দের সন্দেহ হয় বিস্কুটের পেটির মতো দেখতে কিছু বাক্স দেখে। পুলিশে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় পুলিশ। দেখা যায়, বাক্সগুলিতে থরে থরে সাজানো রয়েছে জাল টাকা। প্রাথমিক গণনায় পাওয়া গিয়েছে প্রায় ১০ কোটি টাকার জালনোট। তবে, এখনও গোনার কাজ চলছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ধামাখালির একটি গেস্ট হাউসকে কেন্দ্র করে এই জালনোট ছড়ানোর কাজ চলছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে— একজন জীবনতলার বাসিন্দা সিরাজুল মোল্লা, এবং অন্যজন মহেশতলার দেবব্রত চক্রবর্তী। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ।
রাতভর চলে পুলিশি অভিযান। ওই এলাকায় আরও কোথাও জালনোট মজুত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এই গেস্ট হাউস থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়ানো হতো জাল টাকা।
উল্লেখ্য, সন্দেশখালি বরাবরই রাজনৈতিক কারণে সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। সম্প্রতি নারী নির্যাতনের অভিযোগ নিয়েও উত্তপ্ত হয়েছিল এই অঞ্চল। এর মাঝেই এই বিপুল পরিমাণ জালনোট উদ্ধারে ফের উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।