ঝাড়খণ্ডে ট্রেনে এক নারী যাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে রেল কর্মচারী গ্রেপ্তার
ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে নিপীড়নের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্যান্ট্রি কারে কর্মরত এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, রাতের বেলায় ওড়িশা থেকে উত্তরপ্রদেশগামী ট্রেনের এক প্রতিবন্ধী নারী যাত্রী বাথরুমে গেলে অভিযুক্ত ব্যক্তি তার পেছনে ঢুকে পড়ে এবং যৌন নিপীড়নের চেষ্টা করে।
ঘটনাটি রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ঘটে। ওই সময়ে প্যান্ট্রি কারে কাজ করা একজন কর্মী, যার নাম রামজিৎ বলে জানা গেছে, বাথরুমে থাকা অবস্থায় ওই নারীকে জোরপূর্বক শারীরিক হেনস্থা করার চেষ্টা করে।
ভুক্তভোগী নারীর চিৎকার শুনে ট্রেনে ভ্রমণরত দুই যুবক ঘটনাস্থলে ছুটে যান এবং দরজা খুলে তাকে উদ্ধারে সহায়তা করেন। তাদের তৎপরতায় অভিযুক্তকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
পরবর্তীতে ট্রেনটি নিকটবর্তী একটি স্টেশনে থামালে রেলওয়ে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। নারী যাত্রী বর্তমানে নিরাপদে রয়েছেন এবং তার শারীরিক ও মানসিক চিকিৎসা চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব অনুধাবন করে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।