নীলগিরির রাস্তায় নাইট ওয়াকে বিরল ব্ল্যাক প্যান্থার! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

GramBarta Plus
By -
0

নিউজ ডেস্ক, ১৮ জুলাই ২০২৫:
তামিলনাড়ুর নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে ধরা পড়ল এক চমকপ্রদ দৃশ্য—রাতের আঁধারে রাস্তায় হাঁটছে এক বিরল ব্ল্যাক প্যান্থার, যাকে দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। এই অভাবনীয় দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (IFS) আধিকারিক প্রবীন কাসওয়ান। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং তা রীতিমতো ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক নিঃশব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে কালো চিতা, পাশে রয়েছে আরও কয়েকটি জন্তু। IFS অফিসার কাসওয়ান ক্যাপশনে মজার ছলে লিখেছেন, "ভগীরা তার ফ্রেন্ডদের সঙ্গে নাইট আউটে বেরিয়েছে। এটা একেবারেই বিরল ঘটনা!"

ভারতের কিছু নির্দিষ্ট জঙ্গল এলাকাতেই মাঝে মাঝে দেখা যায় এই দুর্লভ প্রাণীটিকে। সাধারণত অন্ধকারে থাকতে পছন্দ করে এই চিতা এবং দিনে মানুষের চোখে পড়ে না বললেই চলে। নীলগিরি জঙ্গল অঞ্চল, যেটি UNESCO-র ঘোষিত বায়োস্ফিয়ার রিজার্ভ, তারই এক কোণে এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ায় বন্যপ্রেমীরা একদিকে যেমন আনন্দিত, তেমনই আশ্চর্যও।

বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক প্যান্থার আসলে একটি সাধারণ লেপার্ড, যার জিনগত কারণে রঙ কালো হয়ে যায়—এই অবস্থা 'মেলানিজম' নামে পরিচিত। ভারতবর্ষে কর্ণাটক, কেরল, গোয়া এবং তামিলনাড়ুর কিছু অংশেই এদের অস্তিত্ব টিকে আছে।

বন্যপ্রাণ সংরক্ষণে কর্মরত এক বন আধিকারিক বলেন,
"এই ধরনের ভিডিও মানুষকে সচেতন করে। বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করতে আমাদের আরও দায়িত্ববান হতে হবে।"

এই ভিডিও একদিকে যেমন নেটিজেনদের কৌতূহল উস্কে দিয়েছে, তেমনই বনাঞ্চলের গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছে।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!