রানীনগরে সোনা-সহ দুই চোরাচালানকারী গ্রেফতার।

GramBarta Plus
By -
0
মুর্শিদাবাদ: বড়সড় সাফল্য পেল রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কালীমন্দিরের কাছে থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতরা হলেন—
শিবনাথ মণ্ডল (৬১), পিতা-প্রয়াত জিতেন মণ্ডল, রাজনগর, রানীনগর।
লালন মণ্ডল (৪৪), পিতা-বায়েনউদ্দিন মণ্ডল, নাটুন বামনাবাদ, থানাঃ সাগরপাড়া, মুর্শিদাবাদ।


তল্লাশিতে শিবনাথ মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি সোনার বিস্কুট (ওজন প্রায় ১,১৬৬.৭ গ্রাম) এবং একটি কালো Hero Honda Achiever মোটরসাইকেল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, বাংলাদেশ থেকে সোনা চোরাচালান করে ভারতে এনেছিল তারা। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই অভিযুক্তদের লালবাগ আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!