চার দফা দাবিগুলি হল—
1️⃣ ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
2️⃣ ISF কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও থানায় হয়রানি বন্ধ করা।
3️⃣ ISF চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর হামলায় অভিযুক্ত পুলিশের শাস্তির ব্যবস্থা করা।
4️⃣ অটো ও টোটো চালকদের উপর রাজনৈতিক কাডারদের অত্যাচার বন্ধ করা।
ডেপুটেশনটি মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকারের হাতে তুলে দেন ISF নেতারা। আধিকারিক সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিলে কর্মীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাবিব শেখ, জেলা সম্পাদক এডভোকেট অলিউল ইসলাম, ব্লক সভাপতি রিন্টু শেখ সহ একাধিক ISF কর্মী।
📌 লালবাগ শহরজুড়ে এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন সৃষ্টি হয়।