রাজস্থানের ধৌলপুরে নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়লেন এক ভুয়ো এডিজি। পশ্চিমবঙ্গ পুলিশের সিনিয়র অফিসার পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন সুপ্রিয় মুখার্জি নামে এক ব্যক্তি।
ঘটনা ঘটে আগ্রা-মুম্বাই হাইওয়েতে। নীল বাতি লাগানো দ্রুতগামী একটি গাড়ি থামায় রাজস্থান পুলিশ। গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি নিজেকে প্রথমে ‘ন্যাশনাল সিকিউরিটি ফোর্স’-এর কর্মকর্তা দাবি করেন। পরে জানান তিনি পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি)। তাঁর গায়েও ছিল এডিজি র্যাঙ্কের পোশাক। তবে পুলিশের জেরার মুখে ধীরে ধীরে বেরিয়ে আসে আসল সত্য।
অভিযুক্ত সুপ্রিয় মুখার্জির বাড়ি হুগলির চন্দননগরে। পুলিশ সূত্রে খবর, নকল পরিচয় ব্যবহার করে তিনি টোল ট্যাক্স ও বিভিন্ন নাকা তল্লাশি এড়িয়ে চলতেন। তাঁর গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি এয়ার পিস্তল, একটি এয়ার রিভলভার, দুটি এয়ার রাইফেল, ১৩৮টি কার্তুজ, দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং চারটি ভুয়ো পরিচয়পত্র। আইডি কার্ডের ছবিতেও তিনটি তারকা চিহ্ন ব্যবহার করেছিলেন তিনি।
বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।