ফের বড়সড় নিরাপত্তা-গাফিলতি সামনে এল দেশের সংসদ ভবনে।

GramBarta Plus
By -
0
ফের বড়সড় নিরাপত্তা-গাফিলতি সামনে এল দেশের সংসদ ভবনে। শনিবার ভোরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। সূত্রের খবর অনুযায়ী, সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সংসদ চত্বরে প্রবেশ করার চেষ্টা করে। গাছের ডাল ব্যবহার করে দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয় সে।

সংসদের মতো কড়া নিরাপত্তা-বেষ্টিত এলাকায় এভাবে অনায়াসে প্রবেশ করায় চমকে ওঠেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে পাকড়াও করে আটক করা হয়। পরে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, সংসদ ভবন দেশের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তার জায়গা। সেখানে এমন ঘটনা নিঃসন্দেহে বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অনুপ্রবেশ সরাসরি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকে সামনে নিয়ে আসে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হবে। ইতিমধ্যেই গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে এমন গাফিলতি ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ঘটনা সংসদ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!