সংসদের মতো কড়া নিরাপত্তা-বেষ্টিত এলাকায় এভাবে অনায়াসে প্রবেশ করায় চমকে ওঠেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে পাকড়াও করে আটক করা হয়। পরে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সংসদ ভবন দেশের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তার জায়গা। সেখানে এমন ঘটনা নিঃসন্দেহে বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অনুপ্রবেশ সরাসরি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকে সামনে নিয়ে আসে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। তবে তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হবে। ইতিমধ্যেই গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে এমন গাফিলতি ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনা সংসদ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।