গায়ানার রাজধানী জর্জটাউনে শুরু হলো কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন ও ফিটমেন্ট ক্যাম্প। এই উদ্যোগে গায়ানার স্বাস্থ্য মন্ত্রক এবং ক্যারিবিয়ান কমিউনিটি (CARICOM) সচিবালয়ের সঙ্গে যৌথভাবে অংশ নিল একটি ভারতীয় সংস্থা।
শিবিরের মাধ্যমে বহু প্রতিবন্ধী মানুষ বিনামূল্যে কৃত্রিম হাত-পা পাবেন এবং সেগুলি ফিটমেন্টের জন্য বিশেষজ্ঞরা সাহায্য করবেন। আয়োজক সংস্থা জানিয়েছে, এই প্রকল্পের লক্ষ্য হলো প্রতিবন্ধী মানুষদের জীবনযাত্রাকে সহজতর করা ও সমাজের মূলস্রোতে যুক্ত করা।
আয়োজকদের দাবি, এই ক্যাম্প ভবিষ্যতেও চলবে এবং গায়ানা সহ সমগ্র ক্যারিবিয়ান অঞ্চলের আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে।