হা লং বে, ভিয়েতনাম:
ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে ডুবে গেল পর্যটকবাহী একটি নৌকা। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। শনিবার বিকেলে স্থানীয় সময়ে এই ঘটনা ঘটে ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে।
সূত্রের খবর, ঘটনার সময় নৌকাটিতে ৪৮ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। সকলেই ভিয়েতনামের বাসিন্দা। যাত্রীদের অধিকাংশই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে আসা পরিবার। তাঁদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুপুর নাগাদ আচমকা আকাশ কালো হয়ে আসে। শুরু হয় প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাত। তার মাঝেই তীব্র ঝড়ে নৌকাটি দুলতে দুলতে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছনো সীমান্ত রক্ষীরা জানিয়েছেন, ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি নিখোঁজদের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধার অভিযান।
কর্তৃপক্ষের ধারণা, প্রবল ঝড়ের ধাক্কায় নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং উল্টে যায়। এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ভিয়েতনামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হা লং বে-তে আপাতত সব ধরনের নৌপর্যটন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।