চুরির মিথ্যা অভিযোগে মানসিক চাপ, বিষ খেয়ে আত্মঘাতের চেষ্টা মা ও ছেলের
উত্তরপ্রদেশের বুলন্দশহরের নরোরা থানা এলাকার বেলোন গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মিথ্যে চুরির অভিযোগে অপমানিত হয়ে এক মা ও তাঁর কিশোর ছেলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
৩২ বছর বয়সী সুনীতা দেবী তাঁর ১২ বছর বয়সী ছেলে লভ কুমারকে নিয়ে বাপের বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি প্রতিবেশী মহেন্দ্র উপাধ্যায় তাঁদের বিরুদ্ধে সোনার গয়না চুরির অভিযোগ তোলেন। শুধু তাই নয়, সুনীতার অভিযোগ, তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।
মানসিকভাবে ভেঙে পড়ে শুক্রবার তিনি ও তাঁর ছেলে বিষাক্ত দ্রব্য সেবন করেন। স্থানীয়দের তৎপরতায় তাঁদের প্রথমে আলিগড় হাসপাতালে ও পরে ভীমপুর দোরাহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও ছেলে দু’জনেই সুস্থতার পথে রয়েছেন।
এদিকে, পুলিশ জানিয়েছে যে চুরির বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ তাদের কাছে আসেনি। হেনস্থার অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরিদর্শক।