২৫ বছর পর অবশেষে ধরা পড়লেন সেই মনিকা!
সরকারি প্রতারণার অভিযোগে ১৯৯৯ সালে দেশ ছেড়েছিলেন, এবার পাকড়াও করল সিবিআই
দীর্ঘ ২৫ বছর ধরে আত্মগোপনে থাকা মনিকা ঘোষ (ছদ্মনাম), যিনি ১৯৯৯ সালে সরকারের সঙ্গে কোটি টাকার প্রতারণা করে দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন, অবশেষে সিবিআইয়ের জালে ধরা পড়লেন। তদন্তকারীরা জানিয়েছে, ভুয়ো নথি ও বেআইনি প্রক্রিয়ায় একাধিক সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেন তিনি। তারপর হঠাৎ করেই উধাও!
সূত্র বলছে, দুবাই ও ইউরোপে একাধিক দেশে ঘুরে অবশেষে নেপালে লুকিয়ে ছিলেন তিনি। সিবিআই-এর গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় প্রশাসনের তরফে তীব্র প্রতিক্রিয়া এসেছে। বহু বছর পর হলেও ন্যায়বিচার যে এড়ানো যায় না, তার প্রমাণ রাখল এই গ্রেফতারি।