তাঁর কটাক্ষ, “মা কালী ধোকলা খান না, কোনওদিনও খাবেন না।” উল্লেখ্য, ধোকলা গুজরাতের ঐতিহ্যবাহী একটি খাদ্য।

GramBarta Plus
By -
0
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জয় মা কালী, জয় মা দুর্গা’ স্লোগান নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক। এই স্লোগানকে ঘিরে এবার কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার দুর্গাপুরে এক জনসভায় মোদীর বক্তব্যের প্রসঙ্গে মহুয়া বলেন, “মা কালীর নাম করে এখন বাংলার মন জয় করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। তবে অনেক দেরি হয়ে গেছে।”

তাঁর কটাক্ষ, “মা কালী ধোকলা খান না, কোনওদিনও খাবেন না।” উল্লেখ্য, ধোকলা গুজরাতের ঐতিহ্যবাহী একটি খাদ্য।

এর আগেও মহুয়া বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, গুজরাতি খাদ্যসংস্কৃতি ও রীতিনীতি বাংলার ঐতিহ্যের সঙ্গে মেলে না। তিনি বলেন, বাংলার বহু কালীমন্দিরে মাছ বা আমিষ ভোগ দেওয়া হয়, যা এখানকার সংস্কৃতির অংশ। তাঁর অভিযোগ, বিজেপি বাংলার আচার-সংস্কৃতিতে অযথা হস্তক্ষেপ করছে। যদিও বিজেপি মহুয়ার মন্তব্যকে গুরুত্ব না দিয়ে একে রাজনৈতিক কৌশল বলেই ব্যাখ্যা করেছে।

রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, লোকসভা ভোটের আগে বাংলার সংস্কৃতিকে ঘিরে এই টানাপোড়েন আরও বাড়বে।


Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!