তাঁর কটাক্ষ, “মা কালী ধোকলা খান না, কোনওদিনও খাবেন না।” উল্লেখ্য, ধোকলা গুজরাতের ঐতিহ্যবাহী একটি খাদ্য।
এর আগেও মহুয়া বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, গুজরাতি খাদ্যসংস্কৃতি ও রীতিনীতি বাংলার ঐতিহ্যের সঙ্গে মেলে না। তিনি বলেন, বাংলার বহু কালীমন্দিরে মাছ বা আমিষ ভোগ দেওয়া হয়, যা এখানকার সংস্কৃতির অংশ। তাঁর অভিযোগ, বিজেপি বাংলার আচার-সংস্কৃতিতে অযথা হস্তক্ষেপ করছে। যদিও বিজেপি মহুয়ার মন্তব্যকে গুরুত্ব না দিয়ে একে রাজনৈতিক কৌশল বলেই ব্যাখ্যা করেছে।
রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, লোকসভা ভোটের আগে বাংলার সংস্কৃতিকে ঘিরে এই টানাপোড়েন আরও বাড়বে।