📍 ভিলাই, ছত্তীসগঢ় | ১৮ জুলাই ২০২৫
আজ সকালেই তীব্র চাঞ্চল্য ছড়াল ছত্তীসগঢ়ের ভিলাই শহরে।
ইডি (Enforcement Directorate) হানা দিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে। আর সেখান থেকেই গ্রেফতার করা হল তাঁর ছেলে চৈতন্য বাঘেলকে।
সূত্রের খবর, আবগারি দুর্নীতিতে আর্থিক তছরুপ মামলায় ইডি এই পদক্ষেপ নেয়।
প্রবেশনারি অ্যাক্ট অনুযায়ী নতুন প্রমাণ পাওয়ার পরেই এই অভিযান চালানো হয়।
চৈতন্য বাঘেলের আজই জন্মদিন!
আর সেই দিনেই ছেলের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন ভূপেশ বাঘেল।
তিনি বলেন –
> “আজ আমার ছেলের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ‘উপহার’ দিয়েছেন, তা গণতন্ত্রে নজিরবিহীন।”
তিনি আরও বলেন
> “এই উপহার আমি সারাজীবন মনে রাখব।”
প্রসঙ্গত, গত মার্চ মাসেও চৈতন্যের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।
📌 বিস্তারিত আসছে...