শৈশব থেকেই ঘনিষ্ঠতা
শৈশব থেকেই অ্যাঞ্জেলা ও মাইকেলের মধ্যে এক ধরনের বিশেষ বন্ধন গড়ে ওঠে। প্রায়শই একসঙ্গে সময় কাটানো, হাত ধরে হাঁটা, এমনকি গোপন চুম্বনের মতো ঘটনাও ঘটত। পরিবারের সদস্যরা বিষয়টি লক্ষ্য করে তাঁদের আলাদা রাখার চেষ্টা করেছিলেন।
বিচ্ছেদ ও পুনর্মিলন
কিছু সময়ের জন্য পরিবারগুলির স্থান পরিবর্তনের কারণে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে দু’জনেরই আলাদা বিয়ে হয় এবং সংসার শুরু হয়। কিন্তু দু’জনেরই বিবাহ টেকেনি। অবশেষে ২০১৮ সালে ফেসবুকে তাঁদের পুনর্মিলন ঘটে। তখন তাঁরা দু’জনেই বিবাহবিচ্ছিন্ন এবং উটাহ রাজ্যে বসবাস করছিলেন। পুরনো সম্পর্ক নতুন করে জেগে ওঠে।
আইনি বাধা ও বিয়ে
তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিলে জানতে পারেন যে উটাহ রাজ্যে খুড়তুতো ভাই-বোনের বিয়ে অবৈধ এবং এর শাস্তি পর্যন্ত হতে পারে। তাই তাঁরা কলোরাডোতে গিয়ে আইনত বিয়ে করেন। পরিবার এতে বিস্মিত হয়, অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানায়। তবুও অ্যাঞ্জেলা ও মাইকেল একসঙ্গে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।
পরিবার শুরু ও করুণ সমাপ্তি
বিয়ের পর তাঁরা একটি ছেলে সন্তানের জন্ম দেন, নাম এরিক। কিন্তু জন্মের মাত্র ১৪ মাস পরই মাদকাসক্তির কারণে মাইকেলের মৃত্যু হয়। এতে তাঁদের সুখের অধ্যায় দ্রুতই থেমে যায়।
অ্যাঞ্জেলার অভিজ্ঞতা
স্বামীর মৃত্যুতে ভেঙে পড়লেও, অ্যাঞ্জেলা পরবর্তীতে খোলাখুলিভাবে তাঁদের গল্প শেয়ার করেন। তাঁর মতে, অনেকেই আছেন যারা খুড়তুতো ভাই বা বোনের প্রেমে পড়েন, কিন্তু সমাজে সেই সম্পর্ক গ্রহণযোগ্য হয় না।