এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রীরা পাবেন বিশ্বমানের আরাম ও সুবিধা। একই সঙ্গে দেশীয় রেল ভ্রমণের অভিজ্ঞতায় আসবে আমূল পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, গুজরাটের এই বুলেট ট্রেন স্টেশনগুলি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার এক নতুন মানদণ্ড স্থাপন করবে।
Follow the GramBartaPlus channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbAvV5JFnSzD3zBZ423L