সূত্র অনুযায়ী, বিধায়কের বাড়ি ও সংশ্লিষ্ট একাধিক জায়গায় ইডি তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস জব্দ করেছে। তদন্তকারীদের দাবি, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার সরাসরি প্রমাণ মিলেছে, যার ভিত্তিতেই এই গ্রেফতার।
আজ তাঁকে আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। আগামী কয়েকদিন ইডি তাঁকে জেরা করে পুরো চক্রের সঙ্গে তাঁর যোগসূত্র খতিয়ে দেখবে।
উল্লেখ্য, এর আগে এই একই মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, একাধিক তৃণমূল নেতা-নেত্রী ও শিক্ষা দপ্তরের শীর্ষকর্তারা গ্রেফতার হয়েছেন। জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারের ফলে তৃণমূলের অন্দরে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে।