বিকানের সীমান্তে অভিযান: বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ২.৭ কেজি হেরোইন জব্দ, মূল্য প্রায় ১২ কোটি টাকা – পাঞ্জাবের পাচারকারী গ্রেপ্তার
বিএসএফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও পুলিশের যৌথ অভিযানে রাজস্থানের বিকানের সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য মিলেছে। অভিযানে ২.৭ কেজি হেরোইন জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। এ ঘটনায় পাঞ্জাবের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
বিশ্বস্ত গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডেপুটি কমান্ড্যান্ট মহেশ চাঁদ জাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জানা গেছে, পাকিস্তানি চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে মাদক ভারতে পাচারের চেষ্টা করছিল। ঠিক সেই সময়েই যৌথ বাহিনী তৎপর হয়ে মাদকসহ পাচারকারীকে পাকড়াও করে।