আটকৃতদের নাম—
🔹 আলআমিন শেখ (২৯ বছর)
🔹 সাব্বির হোসেন (২১ বছর)
🔹 মামান আলি (১৯ বছর)
🔹 মো. বিপ্লব (২৭ বছর)
চারজনই বাংলাদেশের রাজশাহী জেলার দামকারা থানার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার একটি টিম অভিযান চালায় এবং শিবনগর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
আজ অর্থাৎ সোমবার তাদের লালবাগ আদালতে তোলা হবে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের স্বার্থে হেফাজতের আবেদন জানাবে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ।