চীনের বেইজিং হঠাৎ করে অ্যাপলের ৩০০ ইঞ্জিনিয়ারকে প্রোজেক্ট থেকে সরিয়ে নেয়। তবে এতে বিপাকে পড়েনি ভারত। বরং মোদি সরকারের দুরদর্শিতার ফলেই আগে থেকেই 'প্ল্যান বি' প্রস্তুত ছিল।
সূত্র অনুযায়ী, চীনের প্রত্যাহারের পরেই ভারতীয় টেক ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কাজ চালিয়ে যায় অ্যাপল। Make in India উদ্যোগ এবং ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অধীনে দেশীয় প্রযুক্তি দক্ষতার ওপর ভরসা করে এগিয়ে চলে প্রকল্প। এর ফলে চীনের সিদ্ধান্তের কোনো প্রভাব পড়েনি ভারতের অ্যাপল উৎপাদনে।
বিশেষজ্ঞদের মতে, এটি মোদি সরকারের একটি বড় সাফল্য এবং চীনের আধিপত্য মোকাবেলায় ভারতের প্রযুক্তি শক্তির জোরালো উদাহরণ।
সংক্ষেপে হাইলাইটস:
- চীন ৩০০ অ্যাপল ইঞ্জিনিয়ার প্রত্যাহার করে নেয়
- মোদি সরকারের পূর্ব পরিকল্পনায় ভারত ছিল প্রস্তুত
- Make in India-র সাফল্যে দেশীয় টেক ট্যালেন্ট দিয়েই প্রকল্প সচল
- চীনের প্রভাব মোকাবেলায় ভারতের জোরালো পদক্ষেপ