লিপ ফিলার্সে বিপত্তি! উরফির যন্ত্রণা ঘিরে সতর্কবার্তা চিকিৎসকদের।

GramBarta Plus
By -
0

সৌন্দর্য বাড়াতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হতে হল অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে। ‘লিপ ফিলার্স’ করানোর পর তাঁর ঠোঁট ফুলে ঢোল হয়ে গিয়েছে, গাল ও থুতনির পেশিও বিকৃত। চোখে জল, মুখে যন্ত্রণা—সবটাই নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আগেও ফিলার্স নিয়ে সমস্যা হয়েছিল তাঁর, কিন্তু এবার সেই ফিলার সরাতে গিয়েই বিপদ আরও ঘনীভূত।

উরফি জানিয়েছেন, “আর কোনও দিন করাব না। যদি খুব কম যন্ত্রণাদায়ক কিছু হয়, তাহলে হয়তো ভাবা যেতে পারে।”

চিকিৎসকদের কথায়, লিপ ফিলার এক ধরনের কসমেটিক চিকিৎসা, যেখানে হায়ালুরনিক অ্যাসিডের মতো জেল ঠোঁটে ইনজেক্ট করা হয়। এতে ঠোঁট মোটা ও আকর্ষণীয় দেখালেও সামান্য ভুলেই হতে পারে মারাত্মক সমস্যা। বিশেষজ্ঞ চিকিৎসক পুষ্পিতা মণ্ডলের কথায়, “এই ট্রেন্ড তারকাদের দেখে ছড়িয়ে পড়েছে, কিন্তু এতে ঝুঁকিও অনেক।”

কী কী সমস্যা হতে পারে?

ঠোঁট ফুলে যাওয়া ও ব্যথা

মুখের গঠনে পরিবর্তন

ইনফেকশন বা অ্যালার্জি

স্থায়ী ক্ষতি (যদি ভুলভাবে করা হয়)


চিকিৎসকদের পরামর্শ:

👉 ফিলার্স বা বোটক্স করানোর আগে অবশ্যই অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ নিন।
👉 শুধুমাত্র রেজিস্টার্ড ক্লিনিকে করান এই ধরনের প্রসিডিউর।
👉 সোশ্যাল মিডিয়ার প্রভাবে নয়, নিজের প্রয়োজন বুঝেই সিদ্ধান্ত নিন।

উরফির ভিডিও ভাইরাল হওয়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, “এটা সাজগোজের অত্যুক্তি,” আবার কেউ বলছেন, “ভয়ংকর যন্ত্রণা, সহানুভূতি জানাই।”

এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ‘স্টার লুক’ পাওয়ার হুজুগে ঝুঁকি নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে।
Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!