পুলিশ আমাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখে, এমনকি আমাদের মেয়ের মুখও দেখতে দেয়নি।
৩ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বাবাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং বাইরে এসে মেয়েকে দেখে কাঁপতে থাকে।
তার শরীরে কোনো কাপড় ছিল না, তার দুই পা সমকোণে পড়ে ছিল।
এক পা বিছানার এই পাশে আর এক পা বিছানার অন্য পাশে।